মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি বিচার বিভাগের (স্টেট কাউন্সিল) উপপ্রধান ও দ্বিতীয় সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তা মাহমুদ মোস্তফা সাঈদ আবদেল রহমানকে বরখাস্ত করেছেন।
গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডিল ইস্ট মনিটর।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গিনিতে একটি রেস্তোরাঁ খোলার প্রস্তুতি নেওয়ার কারণে কাউন্সিলরকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া আর্থিক বিরোধের কারণে আবদেল রহমানের সঙ্গী বিচার বিভাগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
গত ছয় মাসে বিচার বিভাগের উপপ্রধান আব্দেল রহমান সহ ২ জনকে বহিষ্কার করেছে সিসি।
চলতি বছরের জুন মাসে আল-সিসি রাজ্য পরিষদের উপপ্রধান মুহাম্মদ আলী মাহমুদ হাসেমকে বরখাস্ত করেছিলেন। ব্যবসায়িক অংশীদারিত্ব ও রাজ্য পরিষদে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্ত কর্মকর্তা ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য তার বিচারালয় সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল।
উল্লেখ্য, মিশরের বিচারকদের জন্য দেশের অভ্যন্তরে বা বাহিরে ব্যবসায়িক কাজের সাথে যুক্ত হওয়া নিষিদ্ধ।
সূত্র : মিডিল ইস্ট মনিটর ও ইজিপ্ট ইনডিপেনডেন্ট