শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, একটি কুচক্রী মহল ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে দেশে নতুন করে ১/১১ এর ম‌তো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) হরিণাকুণ্ডু উপ‌জেলার মানদিয়া বাজারে এক পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করছেন না এবং ফ্যাসিবাদী শক্তির প্রতি নমনীয়তা দেখাচ্ছেন। যা জনগণ কখ‌নোই মেনে নেবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নেতাদের বিচার শুরু করতে হবে। ২৪ সালের ডামি নির্বাচনে অংশ নেওয়া নেতাদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত নয়।

রাশেদ খাঁন ব‌লেন, গণঅধিকার পরিষদ ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তফসিল ঘোষণার পর জোট সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img