নিজের মাথা ন্যাড়া করে দীর্ঘ দিনের দল বিজেপি থেকে পদত্যাগ করেছেন ত্রিপুরার সুরমা আসনের বিধায়ক আশিষ দাস।
মঙ্গলবার (৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের কালিঘাট মন্দিরে মাথা ন্যাড়া করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।
আশিষ দাস বলেন, ত্রিপুরায় বিজেপি রাজনৈতিক নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করেছে। আর সেখানকার জনগণ বিজেপি সরকারের কর্মকাণ্ডে অখুশি। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অতীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন আশিষ দাস। এমনকি তাকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন। এছাড়া গত দুই বছর ধরে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কঠোর সমালোচক বিজেপির এই নেতা।
ধারণা করা হচ্ছে বিজেপি ছাড়ার পর আশিষ বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। ২০২৩ সালের নির্বাচনে ত্রিপুরার ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
আশিষ দাস বলেন, বিজেপি সরকারের অপশাসনের প্রায়শ্চিত্ত করতে আজ আমি মাথা ন্যাড়া করেছি। আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে দেবে সময়। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন শাসকদের অধীনে ত্রিপুরায় যে ধরণের নৈরাজ্য এবং অপশাসন চলছে তাতে আমাকে সরে যেতে হয়েছে আর সেই কারণেই গত দুই বছর ধরে আমি এসব অপকর্মের সমালোচনা করেছি এবং পার্টি এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ চালিয়ে যাচ্ছি।












