সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানের ১৭ প্রদেশে আচমকা বন্যা; নিহত ৫০

আফগানিস্তানে প্রবল বৃষ্টিপাতের জেরে ১৭টি প্রদেশে আচমকা বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৫০ মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ভারি বৃষ্টিপাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে পথে এসে দাঁড়িয়েছে অন্তত ৪৬০টি পরিবার।

আজ শুক্রবার (৭ মে) বার্তা সংস্থা এএনআই এর খবরে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির ১৭টি প্রদেশ কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। এতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, বন্যায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

কাবুল সরকারের ওই কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তাদের কাছে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৫০ হাজার আফগানি (আফগান মুদ্রা) এবং আহতদের জনপ্রতি ২৫ হাজার আফগানি করে দেওয়া হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img