শুক্রবার | ২৮ নভেম্বর | ২০২৫

দ্বিতীয় দফায় তুরস্কের সাথে মিশরের আজ বৈঠক

তুরস্ক এবং মিশরের সরকারি কর্মকর্তারা আবার বৈঠকে বসতে যাচ্ছেন। কয়েক দশকের পর আঙ্কারা মিশরের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ নিয়েছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দ্বিতীয় দফা এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে উভয় দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। গত মে মাসে মিশরের রাজধানী কায়রোয় প্রথম উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দেশের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর আঙ্কারা ও কায়রোর মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ২০১৩ সাল থেকে মিশর ও তুরস্কের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকে।

মিশরের প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা শহীদ মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে বিশ্বাস ঘাতক ও স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস সিসি।

এর পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কায়রোর সম্পর্কের চরম অবনতি ঘটে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img