রাশিয়াতে পবিত্র কুরআন অবমাননার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যিনি একজন মিশরীয় নাগরিক।
রাশিয়ার উলিয়ানভস্ক শহরের তদন্ত বিষয়ক কমিটি এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, কুরআন অবমাননার দায়ে অভিযুক্ত ২৮ বছর বয়সী বালককে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তাকে মূলত গুন্ডামি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে গ্রেফতার করার পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে কুরআন তার পায়ের নিচে পদদলিত করেন, অতঃপর তা মদের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে সভিয়াগা নদীতে ফেলে দেন।
সূত্র: মুসলিম মিরর