সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কয়েকদিন বাকি। এর মধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ছাড়াও বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, ভোটের প্রস্তুতি ও তফসিল নিয়ে আলোচনার মধ্যে গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন।

এ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ১০ ডিসেম্বর। এরপর চলতি সপ্তাহে ভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে। ফেব্রুয়ারির যেকোনো দিন ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

ভোটকে সামনে রেখে গত সপ্তাহে বিএনপি ও এনসিপি প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img