ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক যুগ্ম মহাসচিব ও মাসিক কাবার পথের সম্পাদক মাওলানা সাইফুদ্দীন মুহাম্মাদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে বাদ আসর ডেমরা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মাওলানা সাইফুদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা সাইফুদ্দীন ইয়াহইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে সম্পৃক্ত ছিলেন। তিনি বহুমুখী যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি একাধারে দক্ষ সংগঠক, রাজনীতিক, জনপ্রিয় লেখক ও সম্পাদক ছিলেন। বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আল্লাহর কাছে তাঁর সকল দীনি খেদমতের কবুলের জন্য দু‘আ করছি। পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।