শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ট সম্পর্ক হলে ভারত সমস্যায় পড়বে: ভারতের প্রতিরক্ষা প্রধান

ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং এটি ভারতের জন্য বিপজ্জনক হতে পারে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর নয়াদিল্লির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে পাকিস্তান ও চীনের সঙ্গে দূরত্ব কমছে ঢাকার। পাকিস্তান ও চীনও দীর্ঘ দিনের বিশ্বস্ত মিত্র। ফলে, এ তিন দেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে দিনদিন।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ জুলাই) ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান বেশ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ঋণ–কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘনঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই প্রবণতা বড় এক সমস্যা।’

ভারত ও পাকিস্তানের সর্বশেষ উত্তেজনা ও ইসলামাবাদকে বেইজিংয়ের সহায়তার বিষয়েও মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। বলেন, ‘সম্ভবত প্রথমবারের মতো দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে।’

পাকিস্তান গত পাঁচ বছরে তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র ও সরঞ্জাম চীন থেকে অর্জন করেছে বলেও জানান তিনি।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img