ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সরকার আজ গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলে, আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) গাজ্জা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যাহারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে আইডিএফ প্রত্যাশা করছে যে তারা সম্মতিপূর্ণ মোতায়েন সীমান্তে ফিরে যাবে, যার ফলে সামরিক বাহিনী গাজ্জার অর্ধেকের বেশি এলাকা, অর্থাৎ ৫৩ শতাংশ নিয়ন্ত্রণে রাখবে। এর বেশিরভাগ অঞ্চল নগরাঞ্চলের বাইরে থাকবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
প্রত্যাহারের পরে, আইডিএফ পুরো গাজ্জা সীমান্ত বরাবর একটি বাফার জোনে অবস্থান করবে, যার মধ্যে থাকবে ফিলাডেলফি করিডোর (মিশর-গাজ্জা সীমান্ত এলাকা), উত্তর গাজ্জার বেইত হানুন ও বেইত লাহিয়া, গাজ্জা শহরের পূর্ব পার্শ্বের একটি রিজ, এবং দক্ষিণ গাজ্জার রাফাহ ও খান ইউনিসের বড় অংশ।
আইডিএফ প্রত্যাহারের ৭২ ঘণ্টার মধ্যে, হামাস তাদের আটকের মধ্যে থাকা ৪৮ বন্দিকে মুক্তি দেবে, প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে।
পূর্বেই হামাস মধ্যস্তকারীদের জানিয়েছে, নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান তারা জানে না, যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে। বেঁচে থাকা বন্দিদের হামাস কোনো মুক্তি অনুষ্ঠান ছাড়াই রেড ক্রস প্রতিনিধিদের হাতে হস্তান্তর করবে।