জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিতো। গোয়েন্দা কর্মকর্তারা যা বলতো টিভি চ্যানেলগুলোর স্ক্রলে সেটাই যেত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জুলাই আন্দোলনের শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি দেন তিনি।









