বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

আমরা যেন আর চাঁদাবাজ ও খুনিদের সহযোগী না হই : মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, আমরা এ দেশের মাটিতেই জন্মেছি, এ দেশই আমাদের। দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। মুখরোচক বক্তৃতা আর ভেতরে-বাইরে ভিন্ন চেহারা দেখিয়ে আমাদের আর ধোঁকা দেওয়া যাবে না। আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী না হই। আল্লাহ যেন সবাইকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রূপসার পালেরহাট মাঠে ইসলামী আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর দেশ স্বাধীনভাবে দাঁড়ানোর একটি সুযোগ আল্লাহ দিয়েছেন। ইসলামের শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এসেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখলকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী এবং বিদেশের তাবেদারি করে আমাদের ওপর গোলামের শিকল পরানো শক্তিগুলোর থেকে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস লিখবে।

চরমোনাই পীর বলেন, আমরা বারবার কয়েকটি দলের কাছে জিম্মি হয়েছি। অনেকেই বারবার ইসলামবিরোধী শক্তিকে সমর্থন করেছেন। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতি দেখেছি, ইসলামকে দেখিনি। হাতপাখা শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদের হাতে তুলে দিলাম।

সমাবেশে শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, দলের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img