আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের কাউন্টি মন্টগোমারির এক স্কুলে শিশুদের পাঠ্যক্রমে সমকামিতা শিক্ষার অনুমোদন দেওয়ায় স্কুলের বিরুদ্ধে মামলা করেছে দেশটির মুসলিমরা।
শুক্রবার (৯ জুন) মন্টগোমারি কাউন্টির মুসলিম নারী লায়ালি শুকাইদিফ সংবাদমাধ্যমের সাথে এবিষয়ে কথা বলেন।
শুকাইদিফ জানান, শিশুদের পাঠ্যক্রমে সমকামিতা বিষয়ক শিক্ষার অনুমোদন দিয়েছে মন্টগোমারি কাউন্টির স্কুল কর্তৃপক্ষ। অথচ এবিষয়ে অভিভাবকদের চরম আপত্তি রয়েছে। পাঠ্যক্রমে পরিবর্তন আনার আগে অভিভাবকদের সাথে এবিষয়ে কোনো আলোচনা করেনি তারা। শুধু তাই নয়, পাঠ্যসূচির অন্তর্গত সমকামিতা সংশ্লিষ্ট বইগুলোতে আপত্তিকর দৃশ্যও সংযোজিত রয়েছে!
স্কুল কর্তৃপক্ষ দাবী করছে যে, শিশুরা যেনো ছোট থেকেই ভিন্নতাকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে গড়ে উঠে সেই লক্ষ্যে সমকামিতাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে তারা।
শিশুদের সমকামিতার মতো ঘৃণ্য বিষয় ও আপত্তিকর দৃশ্য সম্বলিত বই পড়ানোর সিদ্ধান্তে মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুল বোর্ডে গিয়ে কাউন্টির মুসলিম ও খ্রিস্টান কমিউনিটির পরিবারগুলো সম্মিলিতভাবে তাদের আপত্তিও জানিয়েছে। শিশুদের নিয়ে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছে না কাউন্টির ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী পরিবারগুলো। তারা চান এই পাঠ্যক্রম যেনো বাতিল করে স্কুল কর্তৃপক্ষ। কেননা শিশুরা কি পড়বে না পড়বে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে বাবা-মা এবং অভিভাবকদের।
আপত্তিকর দৃশ্য সমেত বিস্তৃত সমকামিতার জ্ঞান শিশুদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে স্কুল কর্তৃপক্ষ বাবা-মা এবং অভিভাবকদের সেই অধিকার ছিনিয়ে নিয়েছে। এজন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুন) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে আমেরিকার শত শত অভিভাবককে শিশুদের সমকামিতা শেখানোর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখা যায়। মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুল বোর্ডের সামনে সমকামিতার বিরুদ্ধে জড়ো হয়েছিলেন তারা।
এসময় তাদেরকে ধর্মকে সম্মানের ও পাঠ্যক্রম থেকে সমকামিতা বাতিল সহ বিভিন্ন ধরণের দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে এবং স্লোগান দিতে দেখা যায়।
সূত্র: আল জাজিরা মুবাশির