বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনিরাই গাজ্জা শাসন করবে: খালেদ মিশাল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসে শীর্ষ নেতা খালেদ মিশাল বলেছেন, গাজ্জার কর্তৃত্ব অবশ্যই ফিলিস্তিনিদের হাতে থাকতে হবে। সিদ্ধান্ত নেবে ফিলিস্তিনি জনগণই, এবং তারাই গাজ্জা পরিচালনা করবে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খালেদ মিশাল বলেন, হামাস এমন বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দিয়েছে যাতে ইসরাইল গাজ্জা থেকে আর নতুন কোনো হামলার মুখোমুখি না হয় এবং এর জন্য গাজ্জাকে নিরস্ত্রীকরণ করতে হবে না।

তিনি বলেন, প্রকৃত হুমকি সৃষ্টি করছে ইসরাইল গাজ্জা নয়। গাজ্জাকে বর্তমানে নিরস্ত্রীকরণের তীব্র চাপের মুখে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে চুক্তির দ্বিতীয় ধাপে যেতে হবে, সেখানে অগ্রগতি আনতে গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি। এই লক্ষ্য পূরণে হামাস সব ধরনের উপায়ে কাজ করছে।

হামাস নেতা বলেন, ফিলিস্তিন ইস্যু আবারও আঞ্চলিক মঞ্চে শক্তভাবে ফিরে এসেছে। দীর্ঘদিন প্রান্তে ঠেলে রাখা এই প্রশ্ন এখন সব পক্ষের সামনে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে।

তার বলেন, গাজ্জা তার সাধ্যের সবকিছুই দিয়েছে; এখন সময় এসেছে অঞ্চলটিকে পুনরুদ্ধার করার, নিজেদের দিকে মনোযোগ দেওয়ার এবং জীবন পুনর্গঠনের। তিনি জোর দিয়ে বলেন, গাজ্জার আর নতুন করে গোলাগুলিতে জড়ানোর প্রয়োজন নেই।

তবে নিরস্ত্রীকরণের প্রশ্নে তিনি দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের নিরস্ত্রীকরণ মানে তাদের আত্মা ছিনিয়ে নেওয়ার মতো” কাজ।

তিনি মধ্যস্থতাকারীদের উদ্দেশে বলেন, গাজ্জা এমন মানুষদের প্রয়োজন, যারা তাকে আবার উঠে দাঁড়াতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করবে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img