মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

আল আকসার গ্র্যান্ড খতিব ও ইমামকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইল

মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটক করেছে সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (১০ মার্চ) জেরুজালেমে তার বাসভবনে সন্ত্রাসাবাদী ইসরাইলি পুলিশ ও গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দিয়ে তাকে আটক করে।

শেখ সাবরি জানান, পবিত্র মেরাজের স্মরণে জেরুজালেমের বাব আর-রহমা এলাকায় একটি অনুষ্ঠান পরিকল্পনার দায়ে ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়। আল আকসা মসজিদ কমপ্লেক্সের বাব আর-রহমা ফটকটি বন্ধ করে রেখেছে ইসরাইল।

তিনি বলেন, তার বিরুদ্ধে ইসরাইলি আদালতের সিদ্ধান্ত লংঘনের অভিযোগ আনা হয়েছে। এর আগে বুধবার সকালের দিকে দখলদার বাহিনী শেখ
সাবরির বাড়িতে হামলা করে এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়। এর আগেও জুমার খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শায়খ ইকরিমা সাবেরিকে গ্রেফতার ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img