বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো দলকে আর ক্ষমতায় নেয়া যাবে না: চরমোনাই পীর

দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো দলকে আর ক্ষমতায় নেয়া যাবে না বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই পীর।

তিনি বলেন, যারা দেশের টাকায় বিদেশে বেগম পাড়া বানায়, দেশকে পাঁচবার দুর্নীতিতে ও চোরের দিক থেকে প্রথম বানায় তাদের আর ক্ষমতায় নেয়া যাবে না।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, সারা দেশের মানুষ বলছেন আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন দেখেছি। আমরা ইসলামী শাসন দেখিনি। এবার আমরা ইসলামী দলকে ভোট দিয়ে বাক্স ভরে দিব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের ও বিদেশের টাকা পাচারকারীদের চিরতরে উৎখাত করব।

এসময় তিনি বাগেরহাট -৩ আসনের তার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন।

এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img