বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

গণঅধিকারে যোগ দিচ্ছেন আসিফ: রাশেদ খান

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আসিফ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলনসহ সব লড়াই-সংগ্রামে সে রাজপথে ছিল। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকারও হতে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের কথা চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে—এ নিয়ে আলাপ হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। আমরা যেকোনো মূল্যে তাকে দলে ফিরিয়ে আনতে চাই।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img