বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি দুদক : নাদিম মাহমুদ

সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

নাদিম মাহমুদ বলেন, উক্ত দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতিতে জড়িত। তাই এর দায় তারা এড়িয়ে যেতে পারেন না। দুদক তদন্ত শুরু করলেও তা এখন স্থবির অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, এই দুইজনকে যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে যুব অধিকার পরিষদ আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি প্রদান করবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img