রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

মিশরে স্কুলে নিকাব নিষিদ্ধ করেছে সিসি সরকার

spot_imgspot_img

সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ মিশররের স্বৈরশাসক আল সিসির সরকার দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিকাব নিষিদ্ধ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির  শিক্ষামন্ত্রী রেদা হেজাজি।

শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরা ইচ্ছা করলে হেডস্কার্ফ পরতে পারবে। কিন্তু তাদের মুখ ঢেকে রাখা নিকাব পরতে পারবে না।

তিনি আরো বলেন, শিশুদের অভিভাবকদের উচিত হবে শিশুদের পছন্দের ব্যাপারে সচেতন থাকা। কোনোভাবেই বাইরের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।

শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, আরবি ভাষা, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক ও মনোস্তাত্ত্বিক শিক্ষার শিক্ষকদের ভূমিকা রয়েছে এতে। তাদেরকে বেশ সহমর্মিতা ও ভদ্রভাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের মানসিক ও তাদের বয়সকেও গুরুত্ব দিতে হবে।

২০১৩ সালে মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট শহীদ মুহাম্মদ মুরসীকে সরিয়ে ক্ষমতা দখল করে স্বৈরশাসক আল সিসি। এরপর থেকেই দেশটিতে নিকাবের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হছে। ইতোমধ্যে মিশররে সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান নিকাব পরা নিষিদ্ধ করেছে।

কায়রো বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে টিচিং স্টাফদের মুখ ঢাকা আবরণ পরা নিষিদ্ধ করেছে। ২০২০ সালে মিশররের একটি আদালত এই নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।

সূত্র : মিডল ইস্ট আই

সর্বশেষ

spot_img
spot_img
spot_img