হিজাব পরিধান করে বিশ্ববিদ্যালয়ে গমনের জন্য গুলসেন কার্ট নামের এক মুসলিম শিক্ষার্থীকে নব্য নাৎসি বলে কটূক্তি করেছেন জার্মানির বন-রাইন-সিগ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক।
কটুক্তির শিকার হওয়া গুলসেন কার্ট গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। যা তাকে হতবাক করে দিয়েছিল।
গুলসেন কার্টের বক্তব্য অনুযায়ী ক্লাস চলাকালীন সময়ে অধ্যাপক মাথায় হিজাব পরা কাউকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। এসময় তিনি হিজাবকে নাৎসিবাদের প্রতীক চিহ্ন হিসেবে উল্লেখ করেন। এছাড়াও তিনি গুলসেন কার্টকে ‘ইসলামফ্যাসিস্ট’ বলে কটাক্ষ করেন।
শুধু তাই নয় হিজাব পরিধান করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার ও হুমকি প্রদান করেন অধ্যাপক।
গুলসেন কার্ট বলেন, এ ঘটনার প্রতিক্রিয়ায় বেশিরভাগ শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে যায়। যদিও পরে অধ্যাপক বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য; জার্মানির সংবিধানের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতাকে রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার দরুন একজন শিক্ষার্থী মাথায় হিজাব পরে নির্দ্বিধায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড