৫০% ছাড়ে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ওভেনসহ অন্যান্য সামগ্রী ৩০ দিনের মধ্যে সরবরাহ করার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে ই-কমার্স ওয়েবসাইট নিরাপদ ডটকমের সিইও শাহরিয়ার খানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি হার্ড ডিস্ক, বিভিন্ন ব্যাংকের ১৩টি চেক বই, ১৩টি ডেভিড/ক্রেডিড কার্ড, ২৩টি সিমকার্ড, সার্ভারের তথ্য ও অন্য কাগজপত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মাদ শরীফুল ইসলাম। এর আগে শাহরিয়ার খানের বিরুদ্ধে আদাবর থানায় ইশতিয়াক আহমেদ নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিসি মুহাম্মাদ শরীফুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে গোপন সংবাদে শান্তিনগর এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিসি মুহাম্মাদ শরীফুল ইসলাম আরও বলেন, শাহরিয়ার ২০২০ সালের আগস্ট মাসে নিরাপদ ডটকম নামে একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স সাইট খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করে একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অগ্রিম অর্থ হাতিয়ে নেয়। ৫০ শতাংশ ডিসকাউন্টে মোবাইল ফোন সেট, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওভেনসহ অন্য ইলেক্ট্রনিক্স আইটেম ৩০ দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়ার প্রলোভন দেখানো হতো।
তিনি বলেন, প্রায় ৪ হাজার গ্রাহকের কাছ থেকে এভাবে শাহরিয়ার তার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা নিলেও পণ্য সরবরাহ করার পর দেখা যায় বিজ্ঞাপন দেওয়া পণ্য আর সরবরাহকৃত করা পণ্যের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। এভাবেই সে বিভিন্ন সময় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।