বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তাহাফ্ফুজে খতমে নবুওয়তের নতুন কমিটি গঠন : সভাপতি আল্লামা জেহাদী, সেক্রেটারি মাওলানা রাব্বানী

তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আল্লামা নূরুল ইসলাম জেহাদীকে সভাপতি করা হয়েছে। এছাড়াও সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মনোনিত করা হয়েছে।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওস্থ মাখজানুল উলুম মাদরাসায় এই কমিটি ঘোষণা করা হয়।

তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক মন্ডলী হলেন আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরী, মুফতীয়ে আযম মুফতী আব্দুস সালাম চাটগামী, মাওলানা মাহমুদুল হাসান।

সংগঠনটির উপদেষ্টামন্ডলী হলেন মাওলানা আব্দুল হালীম বোখারী, মাওলানা নূরুল ইসলাম আদীব (ওলামাবাজার, ফেনী) মাওলানা শায়েখ জিয়াউদ্দিন (সিলেট), অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসহাক, মাওলানা সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর), মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী (হবিগঞ্জ) মাওলানা আব্দুল হামীদ (মধুপুরের পীর), মাওলানা আবুল কালাম (মুহাম্মদপুর ঢাকা), মাওলানা সফিউল্লাহ (পীরজঙ্গী মাদরাসা ঢাকা), মাওলানা মুফতী মনসুরুল হক (মুহাম্মদপুর, ঢাকা), মাওলানা আব্দুল হাই মেশকাত সিদ্দিকী ফুরফুরার পীর), মাওলানা মুফতী আব্দুল মালেক (মারকাজুদ দাওয়া, ঢাকা), মাওলানা মুফতী দোলোয়ার হোসাইন (আকবর কমপ্লেক্স ঢাকা), মাওলানা রুহুল আমীন (গওহরডাঙ্গা), মাওলানা নুরুল হক (বটগ্রাম কুমিল্লা), মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী (মোমেনশাহী), মাওলানা নূরুল ইসলাম খান (সুনামগঞ্জ), মাওলানা আশরাফ আলী (লন্ডন), মাওলান আব্দুল জলিল (লন্ডন), মাওলানা ইমামুদ্দীন (সান্ডার্লেন্ড লন্ডন), মাওলানা আশেকে এলাহী (উজানী পীর), উবাইদুর রহমান মাহবুব (বরিশাল মাহমুদিয়া) ও মিসবাহুর রহমান চৌধুরী।

নব ঘটিত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিগণ হলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা শেখ আহমদ, (হাটহাজারী), মাওলানা আবদুল হক, মোমেনশাহী, মাওলানা মাহবুবুল হক কাসেমী, (ঢাকা), মাওলানা সাজেদুর রহমান, (বিবাড়িয়া), মাওলানা মুহিববুল হক, (গাছবাড়ি, সিলেট), মাওলানা মাহফুজুল হক, (ঢাকা), মাওলানা জুনায়েদ আল হাবীব, (ঢাকা), মাওলানা বাহাউদ্দিন জাকারীয়া, (মিরপুর ঢাকা), মাওলানা সালাহউদ্দিন নানুপুরী (চট্টগ্রাম), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, (মোমেনশাহী), মাওলানা ড. আ ফ ম খালেদ হোসাইন, (চট্টগ্রাম), মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি (ছরছিনার পীর), মাওলানা আব্দুল আউয়াল ((নারায়নগঞ্জ), মাওলানা শিব্বির আহমাদ রশিদ (জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ), মুফতী মিজানুর রহমান সাঈদ, (ঢাকা), মাওলানা আরশাদ রহমানী, (বসুন্ধরা ঢাকা), ড. আহমদ আব্দুল কাদের, (ঢাকা), মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, (ঢাকা)।

মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী (সাভার ঢাকা)।

যুগ্ন মহাসচিবগণ হলেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, ঢাকা, মাওলানা মুফতী মামুনুল হক (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান (ঢাকা), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল্লাহ মুহাম্মাদ হাসান (বাহাদুরপুর) ও মাওলানা আবদুল কাদের (নারায়নগঞ্জ)।

সহকারী মহাসচিবগণ হলেন মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা গোলাম মহিউদ্দীন একরাম (ঢাকা), মাওলানা হাফেজ হাসান জামিল, মাওলানা মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুফতি মাসউদুল করীম (টঙ্গী) মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী (ঢাকা)।

সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা আশেকুল্লাহ।

সহ সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা মিজানুর রহমান (বাংলাদেশ ব্যাংক কলোনী মসজিদ), মাওলানা মুহাম্মাদ ফয়সাল (মুহাম্মদপুর), মাওলানা হাফেজ আবু তাহের খান, মাওলানা মুফতী জুবায়ের (পীরজঙ্গী), মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুফতী জোবায়ের (মুগদা), মাওলানা ফেরদাউসুুুুুর রহমান (নারায়নগঞ্জ), মাওলানা জয়নাল আবেদিন (বনশ্রী)।

প্রচার সম্পাদক হলেন মাওলানা রাশেদ বিন নূর।

সহকারী প্রচার সম্পাদক হলেন মাওলানা মুমিনুল ইসলাম (বটতলা মসজিদ) মাওলানা মুফতী মুসা আমান, মাওলানা ওমর ফারুক (ঈদগাহ মসজিদ)

অর্থ সম্পাদক হলেন মাওলানা হাফেজ মুহাম্মাদ ইউনুস ঢালী (ঢাকা)।

সহকারী অর্থ সম্পাদক হলেন মাওলানা তোফাজ্জল হক (মুগদা), মাওলানা আব্দুর রশীদ (শাহজাহানপুর), মাওলানা মাহবুবুল আলম (রামপুরা), মাওলানা মুফতী নজরুল ইসলাম (সবজিবাগান মসজিদ) আলহাজ্ব মুহাম্মাদ শফীক (বাসাবো), মাওলানা ইলিয়াস হামিদি (ঢাকা) আলহাজ্ব ডা. মাসুদ হাসেমী (গোড়ান) মাওলানা আনোয়ারুল কবির।

শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক হলেন মাওলানা জাকারীয়া আব্দুল্লাহ (মারকাজুদ দাওয়াহ)

সহকারী শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক হলেন মাওলানা নোমান কাসেমী, মাওলানা সুলতান আহমদ (শাহজাহানপুর)

spot_img
spot_img

এই বিভাগের

spot_img