আটকের ২ সপ্তাহ পর ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের এক সদস্যকে মুক্তি দিয়েছে পাকিস্তান।
বুধবার (১৪ মে) মুসলিম মিররের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, প্রশ্নবিদ্ধ পেহেলগাঁও ঘটনার পর পাক সীমান্তে ঢুকে পড়া ৪০ বছর বয়সী পূর্ণম কুমার শৌ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছিলো পাকিস্তান। ধারাবাহিক প্রচেষ্টা ও বৈঠক শেষে অবশেষে পাকিস্তান তাকে মুক্তি দিতে সম্মত হয়। আজ অমৃতসরের আটারির পাক-ভারত যৌথ চেকপোস্টে তাকে হস্তান্তর করা হয়। এর পূর্বে ২ সপ্তাহ আটক ও জিজ্ঞাসাবাদে রাখা হয়েছিলো তাকে।
বিএসএফের দাবী অনুযায়ী, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তান অংশে ঢুকে পড়েছিলেন। নিজেদের সীমান্তে দেখে পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে।
পূর্ণম কুমার ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা এবং বিএসএফের ২৪তম ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। গত ২৩ এপ্রিল, ভারতীয় পাঞ্জাবের ফিরোজপুর জেলা সীমান্তে কৃষকদের সহায়তা করতে করতে অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। গ্রেফতারের পর পাকিস্তান রেঞ্জার্স তাকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আটক রাখে।
বিএসএফের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, জওয়ান পূর্ণম কুমারের হস্তান্তর শান্তিপূর্ণভাবে এবং প্রচলিত প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন হয়েছে। তার সফল প্রত্যাবাসনের জন্য নিয়মিত পতাকা বৈঠক করা হয়েছে। পাকিস্তান রেঞ্জার্সের সাথে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ ও অবিরাম কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানে ২ সপ্তাহ আটক থাকার পর মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার নিরাপদে দেশে ফিরে আসায় তার পরিবার ও সহকর্মীদের মাঝে স্বস্তি এনে দেয়। তারা তার জন্য উৎকণ্ঠায় দিন পার করছিলেন। সম্প্রতি পাল্টা-পাল্টি লড়াই শুরু হওয়ায় তারা তার মুক্তির আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানান।