রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

দুর্নীতির দায়ে সৌদি আরবে সরকারী কর্মকর্তাসহ গ্রেফতার ১৩৬

দুর্নীতির দায়ে সৌদি আরবে দেশি-বিদেশি মিলিয়ে কমপক্ষে ১৩৬ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দেশটির প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

আরও বলা হয়, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাসজুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে গ্রেফতার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া দুর্নীতির কোনো খবর পেলে তা সঙ্গে সঙ্গে নাজাহা’কে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্র : গালফ নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img