বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ইহুদিবাদীদের পতাকা মিছিল আজ; ফিলিস্তিনিদের মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতা-কর্মী ও ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকদের পতাকা মিছিল করার কথা রয়েছে আজ মঙ্গলবার (১৫ জুন)। তাই সব ফিলিস্তিনিদের মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

সোমবার (১৪ জুন) ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদও এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে ইসলামী জিহাদ জানায়, পতাকা মিছিল আয়োজন উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। ১৯৪৮ সালের ভূখণ্ড, পশ্চিম তীর ও জেরুজালেমের সব ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় আসতে অনুরোধ করেছে তারা।

প্রসঙ্গত, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে আজ মঙ্গলবার পতাকা মিছিলের আয়োজন করতে যাচ্ছে ইহুদিবাদীরা। বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির দামেস্ক গেট ও ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ভেতর দিয়ে এ মিছিল যাবে বলে কথা রয়েছে। এর মাধ্যমে মুসলমানদের অপমান করার চেষ্টা করছে ইহুদিবাদীরা।

গত বৃহস্পতিবার এ মিছিল করার ঘোষণা দিয়েছিল ইসরাইলের কয়েকটি উগ্র সংগঠন। তবে সে সময় এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img