বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ইহুদিবাদীরা জেরুসালেমে পতাকা মিছিল করলে সমুচিত জবাব দেওয়া হবে: হামাস

ইহুদিবাদীদের সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উগ্র ইহুদিবাদীরা জেরুসালেমে পতাকা মিছিল করলে হামাস এর সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটির শীর্ষ নেতা মুসা আবু মারজুক।

মঙ্গলবার (১৫ জুন) এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, কট্টরপন্থী ইহুদিবাদীরা জেরুসালেমে পতাকা মিছিলের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। এটা মেনে নেওয়া হবে না। এ ধরনের কোনো মিছিল হলে হামাস এর উচিত জবাব দেবে।

এদিকে আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, কট্টরপন্থী ইহুদিবাদীদের পতাকা মিছিলের দিন সব ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে হামাস ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ।

সোমবার (১৪ জুন) ইসলামী জিহাদ জানায়, পতাকা মিছিল আয়োজন উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। মিছিলের দিন সবাই মসজিদুল আকসায় চলে আসুন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img