বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজায় বিমান হামলা, যা বলল হামাস

গাজা থেকে আগুন বেলুন উড়ানোর অভিযোগ তুলে বুধবার (১৫ জুন) ভোর রাতে সেখানে ফের হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজা উপত্যকায় জায়নিস্ট বোমা হামলা আমাদের জনগণের সংহতি ও প্রতিরোধ বন্ধ করার ব্যর্থ প্রচেষ্টা।

বুধবার (১৬ জুন) এ কথা জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

হামাসের মুখপাত্র বলেন, সম্প্রতি পূর্ব জেরুসালেমে কট্টরপন্থী ইসরাইলীদের পতাকা মার্চের ঘটনা আড়াল করতেই এই হামলা হয়েছে।

এর আগে পূর্ব জেরুসালেমের ওল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পদযাত্রা করেছে কট্টরপন্থী ইসরাইলীরা। ১৯৬৭ সালে অবৈধভাবে পূর্ব জেরুসালেম দখলের স্মরণে পতাকা হাতে পদযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে ইহুদিরা। পদযাত্রাকে কেন্দ্র করে ইসরাইলি সেনারা দামেস্ক গেটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। যাতে করে ফিলিস্তিনিরা সেখানে যেতে না পারে।

এরই মধ্যে ১৭ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনারা। তাঁদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img