মালেকি মাজহাবের প্রখ্যাত আলেম শায়েখ মুহাম্মদ আত্ তাহের-আয়াত আলজাত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের মুস্তফা পাশা হাসপাতালে ১০৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর কয়দিন আগে স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বুধবার বাদ জোহর জানাযা শেষে এই প্রখ্যাত আলেমকে দাফন করা হয়।
মালেকি মাজহাবের প্রখ্যাত আলেম শায়েখ মুহাম্মদ আত তাহের আয়াত ১৯১৭ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি আলজেরিয়ার ফতোয়া বোর্ডের প্রধান, রাবেতাতুত্ দাওয়াহ্ আল ইসলামিয়া আলজেরিয়ার প্রতিষ্ঠাতা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ছিলেন।
শায়েখ মুহাম্মদ আত তাহের আয়াত তার দাদা তৎকালীন প্রখ্যাত বুজুর্গ শায়েখ ইয়াহিয়া আল আইদালীর প্রতিষ্ঠিত মাদরাসায় পড়াশুনা শুরু করেন। তিনি মাত্র ১১ বছর বয়সে পবিত্র কুরআনের হিফ্জ সম্পন্ন করেন। তিনি মালেকী ফিকাহ্ ও কেরাতের হুজ্জাত খ্যাত বিখ্যাত আলেম আল্লামা লাহ্লু আল খাইয়ারীর কাছে বিভিন্ন শাস্ত্রের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।
পরবর্তীতে শায়েখ মুহাম্মদ আত তাহের আয়াত অনেক জগৎবিখ্যাত আলে মে দ্বীনের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। বিশেষ করে ইস্তাম্বুলের ওয়াদী আল উসমানীতে বিখ্যাত আলেম ও আরবি ভাষা শাস্ত্রের ইমাম শায়েখ আহমদ বিল্হাম্লাওয়ী আল মিসরীর কাছ থেকে ইল্মে দ্বীনের বিভিন্ন শাস্ত্রের উচ্চতর জ্ঞান অর্জন করেন।
শায়েখ মুহাম্মদ আত তাহের আয়াত ফরাসি আগ্রাসন বিরোধী জেহাদেরও অগ্রসেনানী ছিলেন। ১৯৫৪ সাল পরবর্তী সময়ে ও ১৯৬৩ সালে আলজেরিয়া, তিউনিসিয়া এবং লিবিয়ায় ফরাসি আগ্রাসন বিরোধী জেহাদে নিজ শাগরিদদের নিয়ে সরাসরি সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। জেহাদে তার ১০০ ছাত্র শহীদ হয়েছিলো। এমনকি শত বছরের পুরনো সামকুরায় নির্মিত তার দাদার মাদরাসাও গুড়িয়ে দিয়েছিলো ফরাসিরা।
জেহাদ চলাকালীন সময় স্বাধীনতাকামী মুজাহিদ বাহিনীর বিভিন্ন বিষয় মীমাংসা ও শর্য়ী ফয়সালা প্রদানের দায়িত্বও দেওয়া হয়েছিলো তার কাঁধে। এছাড়াও তিনি ফরাসী দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দানকারী কাজীদের অন্যতম ছিলেন।
এই মহান ব্যক্তিত্বের ইন্তেকালে ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, আন্তর্জাতিক ইসলামী ওলামা ঐক্য পরিষদের মহাসচিব ড. আলী আল-কারাদাগী ও আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তাবুন সহ আরো অনেকেই শোক প্রকাশ করেছেন।