শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

সু্দানে ১০০ কুরআনের হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান

সুদানে ১০০ কোরআনের হাফেজকে বিশেষ সম্মাননা দিয়েছে দেশটির আধ্যাত্মিক সংগঠন “জামায়াতু আনসারিস সুন্নাহ আলমুহাম্মাদিয়্যাহ”।

শনিবার (১৫ জানুয়ারি) দেশটির রাজধানী খার্তুমের আস সাহাফাহ এলাকায় অনুষ্ঠিত এক সভায় তাদেরকে বিশেষ এ সম্মাননা দেওয়া হয়।

সম্মননা সভায় পৃষ্ঠপোষকতা করেন “জামায়াতু আনসারিস সুন্নাহ আলমুহাম্মাদিয়্যাহ” এর প্রধান ড. আব্দুল কারিম মুহাম্মদ আব্দুল কারিম।

সংগঠনটির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, সুদানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা দেয়ার জন্যই মূলত সভাটির আয়োজন। একইসাথে হাফেজে কোরআনদের নিয়ে এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীদের কোরআনে কারিম হিফজ করার প্রতি আরো বেশি উৎসাহিত করাও উদ্দেশ্য।

সূত্র: সুদান আখবার ডটকম

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img