ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের শাসন ক্ষমতায় পালাবদল ঘটলেও শেষ হয়নি তাদের অবৈধ দখলদারিত্ব। বদলায়নি তাদের প্রতিদিনকার ফিলিস্তিনি হত্যা ও নির্যাতন।
সন্ত্রাসী রাষ্ট্রটির অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকালে এক ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি চালায় তাদের সেনারা।
বুধবার (১৬ জুন) দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাংশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হওয়া যুবকটি নাবলাস শহরের জাবাল সাবিহের বাসিন্দা।
ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনারা ওই যুবকসহ জাবাল সাবিহহের অন্যান্য বাসিন্দাদের ভূমি অবৈধভাবে দখল পূর্বক একটি উপনিবেশিক সেনা ফাঁড়ি স্থাপন করতে চেয়েছিলো।
অবৈধ দখল ও সেনা ফাঁড়ি নির্মাণের বিরুদ্ধে সেখানকার বাসিন্দারা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করার এক পর্যায়ে ইহুদিবাদী সন্ত্রাসী সেনারা যুবকটির মাথায় গুলি চালায়।
ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী।
উল্লেখ্য, সম্প্রতি ৮টি দলের সমন্বয়ে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলে নতুন সরকার গঠিত হলে নেতানিয়াহুর ১২ বছরের শাসন ক্ষমতার অবসান ঘটে।
ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেতকে সন্ত্রাসী রাষ্ট্রটির নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দেওয়ার পর অনেকেই মনে করছিলেন যে ইহুদিদের উগ্রবাদ কিছুটা হলেও কমবে, যেহেতু নতুন সরকার গঠন করা দলগুলো মধ্য ও ডানপন্থী ইহুদিবাদী হিসাবে ইসরাইলে প্রসিদ্ধ।
কিন্তু তারাও ক্ষমতায় এসে নেতানিয়াহু যুগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যত্যয় ঘটায়নি। বরং অপরাধের আগের গতিবেগ তারাও নির্লজ্জভাবে রক্ষা করে চলেছে।
আন্তর্জাতিক আইনের চোখে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম দুটোই ইহুদিবাদী ইসরাইল কর্তৃক অবৈধভাবে দখলকৃত। এমনকি সেখানে নির্মিত ইহুদি বসতিগুলোও বে-আইনি বা অবৈধ।
সূত্র: মিডল ইস্ট মনিটর।