রাজনৈতিকভাবে ভারত আমাদের দাস বানিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, ভারত চায় এ দেশকে অর্থনৈতিকভাবে শোষণ করতে এবং রাজনৈতিকভাবে আমাদের দাস বানিয়ে রাখতে। যারা ভারতের এ ইচ্ছা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের সমর্থন করতে পারি না।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর হাতিরঝিল পূর্ব থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাইফুল আলম খান বলেন, আমরা একটা মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের দেশ আমরাই গড়ে তুলবো। যেখানে মায়া- মমতা ও ভালোবাসা থাকবে।
তিনি বলেন, নতুনরাই বাংলাদেশ গড়বে। সংস্কার ছাড়া নির্বাচন হলে পুনরায় ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করবে। হাজার হাজার বিপ্লবী জনতা এজন্য জীবন দেয়নি। ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের সংগ্রাম মানুষের মুক্তি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী। থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
এতে আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য ড. আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম মুন্সী, হাবিবুর রহমান, আশিক ইকবাল, আনোয়ার হোসেন, থানা শিবির সভাপতি ফজলুর রহমান প্রমুখ।