শনিবার, মার্চ ২২, ২০২৫

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না: রাফি

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণায় যদি বিলম্ব করা হয়, তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। ৫ আগস্টে লাখো ছাত্র-জনতার উপস্থিতিতে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। প্রিয় সহযোদ্ধা, আবারও দেখা হবে রাজপথে। আমাদের এ যাত্রা কঠিন হবে। আমরা লড়ে যাব আমৃত্যু।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিউ মার্কেট চত্বরে পৌঁছলে সেখানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাফি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদের বসানো হয় নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নিষিদ্ধ করার জন্য আপনাদের বসানো হয়েছে। আওয়ামী লীগকে যদি কোনোভাবে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে লাশের উপর দিয়ে যেতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img