শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

৭.৮ উচ্চমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া; সুনামি সতর্কতা জারি

৭.৮ উচ্চমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে দেশটির পূর্বাঞ্চল কামচাটকায় এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।

কামচাটকার আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির সোলোদভ নিরাপত্তা ও পরিষেবা বিষয়ে বলেন, জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে, তবে উচ্চমাত্রার ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টেলিগ্রামে এক বার্তায় তিনি লিখেন, ভূমিকম্পের পরপরই আমরা সামাজিক প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনগুলো দ্রুত পরিদর্শন শুরু করেছি। আজকের সকালটা আবারও কামচাটকার বাসিন্দাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।

এছাড়াও তিনি জানান যে, উপদ্বীপের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে, যা বেরিং সাগর এবং প্রশান্ত মহাসাগরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

অন্যান্য কর্মকর্তারা উপদ্বীপের উপকূলের বিভিন্ন স্থানে ৩০ থেকে ৬২ সেন্টিমিটার (১ থেকে ২ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের কথা জানিয়েছেন।

রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের উত্তরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আজকের উচ্চমাত্রার ভূমিকম্পের মুহূর্তটি অনেকেই ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যেখানে দেখা যায়, মানুষের জিনিসপত্র কাঁপছে, আসবাবপত্র খটখট করছে, রাস্তায় পার্ক করা গাড়িগুলো ভয়ানক দুলছে এবং নিরাপত্তা অ্যালার্ম বেজে চলেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা রাশিয়ার এই ভূমিকম্পটিকে গত জুলাইয়ে দেখা দেওয়া বিশাল ভূমিকম্পের ‘আফটার শক’ বলে অভিহিত করেছে। যা ভূ-গর্ভের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ‘অগভীর বিপরীত ফল্টিং’ এর কারণে হয়েছিলো এবং এরপর ৫.৮ মাত্রার একাধিক ‘আফটার শক’ অনুভূত হয়েছিল।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img