বুধবার, মার্চ ১২, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ৬দিন ব্যাপী ইসলামী বইমেলা

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ক্বওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ৬দিন ব্যাপী ইসলামী বইমেলা চলছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এ বইমেলা শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

বইমেলায় যে সমস্ত প্রকাশনী থাকছে, মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, হুদহুদ প্রকাশন, সন্দীপন, মাকতাবাতুল হেরা, রাহনুমা প্রকাশনী, রুহামা পাবলিকেশন, মাকতাবাতুস সাহাবা, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল আসলাফ, আন্-নূর পাবলিকেশন্স, আশরাফি বুক ডিপো, নাদিয়াতুল কুরআন ফাউন্ডেশন, নবপ্রকাশ, সমকালীন প্রকাশন, আশরাফিয়া বুক হাউস, কালান্তর প্রকাশনী, সত্যায়ন, মাকতাবাতুল হাসান, বইঘর, সিয়ান পাবলিকেশন, মাকতাবাতুদ দাওয়াহ, আতফাল, ওয়াফি পাবলিকেশন, দারুল আরকাম, চেতনা প্রকাশন, পথিক প্রকাশন, অর্পণ প্রকাশন, স্বরবর্ণ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, বোখারা পাবলিকেশন, লিটল উম্মাহ, রংধনু পাবলিকেশন ও আল মোবারক প্রকাশনী।

বইমেলা উদ্বোধন করেন, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, হাফেজ এমরান, মুফতী মুবারকুল্লাহ্, মাওলানা আলী আযম কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা তানভিরুল হক সিরাজী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img