সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্য দিবালোকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস এবং শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর দশ দিনেও হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারীরা গ্রেফতার না হওয়ায় মূলহোতাদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগে হেফাজতে ইসলাম লালবাগ অঞ্চলের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজত নেতারা বলেন, গত ৯ই ফেব্রুয়ারি হেফাজত নেতা মাওলানা জসিম ছুরিকাহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ অনুসরণ করে হামলার পরদিন একজন ও চারদিন পর হামলাকারী সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারের পর পুলিশের কাছে হামলাকারী মাসুম এ মর্মে স্বীকারোক্তি দেয় যে, আর্থিক চুক্তির বিনিময়েই মাওলানা জসিমকে হত্যার চেষ্টা করেছিল সে। বড় কাটারা এলাকার শাহিন হুজুর নামে পরিচিত এক ব্যক্তির সাথে তার আর্থিক লেনদেনের সে চুক্তি হয় বলেও জানায় আসামী মাসুম। তবে মাসুমের সে স্বীকারোক্তি গ্রহণের পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। এখনো শাহিন হুজুর নামক সে ব্যক্তির গ্রেফতার করা সম্ভব হয়নি।
সমাবেশে হেফাজত নেতারা বলেন, শাহিনকে গ্রেফতার করলেই একে একে মূলহোতাদের পরিচয় বেরিয়ে আসবে। তাই অনতিবিলম্বে মাওলানা জসিম উদ্দিনকে হত্যার নির্দেশদাতা শাহিন সহ মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোন মহলের ইশারায় যদি মূলহোতাদের বাচিয়ে দেওয়ার হীন চেষ্টা করা হয় তাহলে হেফাজতে ইসলামের সারাদেশের জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
বিক্ষোভ সমাবেশ শেষে লালবাগ শাহী মসজিদ থেকে হেফাজতের বিক্ষোভ মিছিল আজিমপুর এতিমখানার সামনে গিয়ে সমাপ্ত হয়।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিন গত ৯ই ফেব্রুয়ারী লালবাগ থেকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এরপর থেকে তার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হামলার পরদিন লালবাগ থানায় নিজেই বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছিলেন মাওলানা জসিম। মাওলানা জসিম উদ্দিন প্রয়াত মুফতি ফজলুল হক আমিনী (রহঃ) এর জামাতা।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা জুবায়ের আহম্মেদ, মাওলানা বশিরুল হাসান, মাওলানা নাসির উদ্দিন, মুফতি সাইফুল্লাহ হাবিবী, মাওলানা ত্বালহা, মাওলানা জাকারিয়া বিন ইয়াহিয়া, মাওলানা ইরফান, মাওলানা শামিম, মাওলানা জুবায়ের, সহ লালবাগ জোনের হেফাজত নেতৃবৃন্দ।