কানাডায় ইসলামোফোবিয়া প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার বিষয়ক সিনেট কমিটি। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর চেয়েও ইসলাম ধর্মালম্বী অনুসারীদের বিরুদ্ধে এসব সহিংসতার ঘটনাগুলো বেশ ভয়াবহ বলেও উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সিনেট কমিটির প্রধান সালমা আতাউল্লাহজান গণমাধ্যমকে এ বিষয়টি জানান।
তিনি বলেন, “এখানে মুসলিম নারীরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তারা তাদের বাসা থেকে বের হতে ভয় পায়। কারণ তাদের দেখলেই অনেকেই থুথু নিক্ষেপ করে। ফলে তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।”
গত মার্চ মাসে প্রকাশিত কানাডা পুলিশের একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে কানাডায় মুসলিমদের বিরুদ্ধে ২৬৪৬ টি সহিংসতার ঘটনা ঘটে। ২০২১ সালে এসব সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬০টি। অর্থাৎ ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে আতাউল্লাহজান বলেন, “পরিস্থিতি আরো ভয়াবহ, অনেক ঘটনা পুলিশের কাছে নিবন্ধিত হয় না।”
উল্লেখ্য, দেশজুড়ে এসব হামলার শিকার বিভিন্ন ডাক্তার, শিক্ষক ও অন্যান্যদের সাথে কথা বলেছে সিনেট কমিটি। যা জুলাইয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন হিসেবে প্রকাশ পাবে।
সূত্র: মুসলিম মিরর