ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “বর্তমানে আফগানিস্তানের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যা মানসিক বা আর্থিকভাবে কারো প্রভাবের অধীনে নয়।”
মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ উপনিবেশ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেন, “আফগানিস্তান কোনো দেশের প্রতি খারাপ ইচ্ছা রাখে না। ইমারাতে ইসলামিয়া সকল দেশের সঙ্গে শারিয়াতের সীমার মধ্যে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে।”
তিনি বলেন, “আফগানিস্তানকে অতীতের মতো বড় শক্তিগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেওয়া উচিত নয়। দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনতা রক্ষায় তার দায়িত্ব পালন করতে হবে।”
আফগান প্রতরক্ষামন্ত্রী দেশবাসীকে আহ্বান জানান, “জাতীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আফগান ইসলামী জাতীয় সেনা কাউকে অনুমতি দেবে না যাতে দেশ আবার অস্থির হয়।”
তিনি জোর দিয়ে বলেন, “যে কোনো ব্যক্তিকে কখনো অনুমতি দেওয়া যাবে না, যারা অন্যের উদ্দেশ্যে দেশের সিস্টেম ও অর্জিত সফলতা ব্যর্থ করার চেষ্টা করে।”
মাওলানা ইয়াকুব বলেন, “আফগান জনগণের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাদের ষড়যন্ত্রের শিকার হওয়া যাবে না। এখানে ইসলাম এবং আফগানিয়তকে গুরুত্ব দেওয়া হয় এবং পক্ষপাতিত্বের কোনো স্থান নেই।”
সূত্র: আরটিএ