আফগানরা এখন আর কারো দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনী বারাদর।
তিনি বলেন, “বর্তমানে আমাদের জাতি কারও বন্দিত্বে নেই। আমাদের রাজনৈতিক বা অর্থনৈতিক ভবিষ্যৎ আর কেউ নির্ধারণ করে না। আমাদের মর্যাদা ও সম্পদের প্রতি কেউ নেতিবাচক দৃষ্টিতে তাকায় না এবং আমরা কারো নির্দেশে সিদ্ধান্ত নিই না। আফগানিস্তানে এখন একটি একত্রিত ও শক্তিশালী ব্যবস্থা কার্যকর রয়েছে।”
মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ উপনিবেশ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোল্লা আব্দুল গনী বলেন, “ইমারাতে ইসলমিয়া ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে স্বাধীনতার মূল্য আগের যে কোনো সময়ের তুলনায় আরও স্পষ্ট হয়েছে।”
তিনি বলেন, “এখন ইসলামীতা ও আফগানিয়তই প্রধান, পক্ষপাত বা পক্ষপাতিত্বের কোনো স্থান নেই।”
তিনি স্বাধীনতা রক্ষার জন্য দেশের জনগণের মধ্যে একতা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, “আমরা আরও সংহত এবং ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই স্বাধীনতা সঠিকভাবে রক্ষা করা যায়।”
যেসব আফগানরা বিদেশে অবস্থান করছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে মোল্লা বারাদার বলেন, “আপনারা দেশে ফিরে আসুন, ইমারাতে ইসলামিয়ার কোল আপনাদের জন্য উন্মুক্ত।”
সূত্র: আরটিএ