ছাত্রের কাছে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক ব্রিটিশ প্রফেসার।
রবিবার (২১ মে) জর্ডানের প্রখ্যাত দাঈ শাইখ বেলাল আইয়ুবী এক অনলাইন প্লাটফর্মে একটি ভিডিও আপলোড করেন।
দর্শকদের উদ্দেশ্যে ভিডিওতে তিনি ব্রিটিশ প্রফেসার টনির সাথে পরিচয় করিয়ে দেন। এসময় ব্রিটিশ প্রফেসার টনির পাশে একজন তরুণকেও দেখা যায়।
শাইখ বেলাল আইয়ুবীর বক্তব্য থেকে জানা যায়, তরুণটির নাম আব্দুল্লাহ। সে জর্ডানের নাগরিক, ইংল্যান্ডে লেখাপড়া করে। আর প্রফেসর টনি হচ্ছেন সেই তরুণের শিক্ষক।
ছাত্র আব্দুল্লাহ প্রফেসর টনির কাছে পড়ার সময় তার হৃদয়ে ইসলামের প্রতি কৌতুহল জাগাতে সক্ষম হয়েছিলো। পরবর্তীতে প্রফেসর টনি দীর্ঘ ১বছর যাবত আব্দুল্লাহর কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে তার কৌতুহল মেটাতে নিয়মিত আলাপ-আলোচনা করতেন।
দীর্ঘ ১ বছর যাবত ইসলাম সম্পর্কে জানার পর তার শ্রদ্ধাবোধ ও বিশ্বাস তৈরি হওয়ায় তিনি ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠেন।
সম্প্রতি তিনি তার ছাত্র আব্দুল্লাহর সাথে জর্ডানে বেড়াতে গেলে সে তাকে শাইখ বেলাল আইয়ুবীর সাথে সাক্ষাৎ করাতে নিয়ে যায়।
শাইখ আইয়ুবী আব্দুল্লাহ ও প্রফেসার টনিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অনেক প্রশংসা করেন। তিনি বলেন, মহান আল্লাহ টনির অন্তর খুলে দিয়েছেন। আল্লাহ চাহে তো তিনি ইসলাম গ্রহণ করবেন এখন।
এরপর তিনি প্রফেসার টনির ছাত্র আব্দুল্লাহকে শাহাদাত পাঠ করানোর অনুমতি দেন। প্রফেসার টনি তার ছাত্রের কাছে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করে পুরো বিশ্বের সামনে শিক্ষক ও ছাত্রের বন্ধনের এক অনন্য নজির স্থাপন করেন।
সূত্র: আল জাজিরা