হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেপ্তারের নিন্দা প্রতিবাদ জানিয়ছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
আজ (২১ জুন) এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, আজ বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাহেব ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও গত ১৫ জুন হেফাজতের সাবেক সহকারী মহাসচিব মুফতী আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মাওলানা নাসির উদ্দীন মুনির ও মুফতী আজহারুল ইসলামসহ হেফাজতের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিন। আলেম-উলামাদের হয়রানী বন্ধ করুন।