আফগান গোয়েন্দা প্রধান মোল্লা আবদুল হক ওয়াসিক বলেছেন, “এবার ইমারাতে ইসলামিয়া এমন এক শক্তিশালী ব্যবস্থায় রূপ নিয়েছে, যার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না।”
১০৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আফগান গোয়েন্দা বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেবে না।”
তিনি বলেন, “যারা আফগানিস্তান দখলের চিন্তা করছে, তারা যেন অতীতের ইতিহাস পড়ে এবং আগ্রাসীদের পরিণতি থেকে শিক্ষা নেয়।”
গোয়েন্দা প্রধানের ভাষায়, “এক আমীরের আনুগত্য ও জাতির ঐক্যই ইমারাতে ইসলামিয়ার বিজয় ও সাফল্যের রহস্য।”
তিনি বলেন, “স্বাধীনতা শুধু ভূমি বা ভৌগোলিক সীমানা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এই ভূখণ্ডের সংস্কৃতি ও সভ্যতার সংরক্ষণ ও সংস্কারও স্বাধীনতার অপরিহার্য অংশ।”
মোল্লা আবদুল হক ওয়াসিক আরও বলেন, “মুজাহিদদের ত্যাগ ও শাহাদাত বৃথা না যেতে দিতে হলে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “যে-ই আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের মনোভাব পোষণ করে, সে অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিক।”
আফগান গোয়েন্দা প্রধান জোর দিয়ে বলেন, “পারস্পরিক সম্মান ও নেতৃত্বের প্রতি আনুগত্যই সেই উপাদান, যা আফগানিস্তান ও তার জনগণকে কুফরি শক্তির দখল থেকে রক্ষা করেছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র ও প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ, পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী এবং সেনাপ্রধান কারী ফাসীহুদ্দিন ফিতরাত প্রমুখ।
সূত্র : আরটিএ