বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

আফগান স্বাধীনতার মূল ভিত্তি আল্লাহর আনুগত্য ও ইসলামী শাসন: মোল্লা জাওয়াদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গোয়েন্দা উপ-প্রধান মোল্লা তাজমীর জাওয়াদ বলেছেন, “আল্লাহর প্রতি আনুগত্য, ইসলামী ব্যবস্থার প্রতি বিশ্বস্ততা, মূল্যবোধ রক্ষা এবং জনগণের সেবাই হচ্ছে আফগানিস্তানের স্বাধীনতা অটুট রাখার প্রধান রহস্য।”

মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রিটিশ উপনিবেশ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়ে মোল্লা জাওয়াদ বলেন, তারা যেন আসল উৎস থেকে অধ্যয়ন করে আফগানিস্তানের স্বাধীনতা সম্পর্কিত সত্যিকারের তথ্য খুঁজে বের করে এবং অতীতের লজ্জাজনক চুক্তিগুলো সনাক্ত করে। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলোও যেন তারা প্রজ্ঞার সঙ্গে বিশ্লেষণ করে।

মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবারের সংস্কার করুন, দুর্নীতি ও হারাম থেকে বিরত থাকুন, নৈতিকতার রক্ষণাবেক্ষণ করুন, হালাল উপার্জনের চেষ্টা করুন এবং আর্থিক অনিয়ম থেকে দূরে থাকুন।

তিনি সতর্ক করে বলেন, “যদি কারো সঙ্গে তোমাদের যোগাযোগ থাকে, কিংবা সে যদি তোমাদের কাজে সহায়তা করে থাকে, তবে তাকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার ও নিন্দাবাদ থেকে বিরত রাখো। যদি তা না করো, তবে আমরা সংশোধনমূলক ব্যবস্থা নেব এবং তারপর আর কারো প্রতি কোনো ভয় দেখাব না।”

শত্রুরা এখন দেশের এক ইঞ্চি জমিতেও কর্তৃত্ব করতে পারছে না উল্লেখ করে এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত আখ্যা দেন এবং এর জন্য শোকর আদায় করার আহ্বান জানান গোয়েন্দ উপ-প্রধান।

তিনি আহ্বান জানান, শিক্ষার প্রতি গুরুত্ব দিন, সরল জীবনযাপন করুন এবং প্রবীণ নেতৃবৃন্দ ও ইসলামী ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করুন।

সূত্র: হুরিয়াত

spot_img
spot_img

এই বিভাগের

spot_img