পবিত্র রমজান মাসের সমাপ্তির মাধ্যমে শুক্রবার (২১ এপ্রিল) আফ্রিকা জুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেছে।
ঈদ উদযাপনের পাশাপাশি গৃহযুদ্ধ চলতে থাকা সুদানের শান্তি ও স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়েছে। সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।
উগান্ডায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী কাম্পালার গাদাফি জাতীয় মসজিদে। হাজার হাজার মুসল্লির নামাজের নেতৃত্ব দেন মুফতি শেখ শাবান মুবাজে। সালাত শেষে মুবাজে সুদানে শান্তির জন্য দোয়া ও সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
রুয়ান্ডার রাজধানী কিগালির ‘কিগালি পেলে স্টেডিয়ামে’ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুৎবায় দেশটির মুফতি শেখ সেলিম হিতিমানা বলেন, রুয়ান্ডা গণহত্যার ২৯ তম বার্ষিকী এই রমজানের মধ্যেই পড়েছে। তাই মুসলিমদের উচিত গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে দাঁড়ান।
কেনিয়া জুড়ে হাজার হাজার মুসলমান খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছে।
নাইরোবির সবচেয়ে বড় জামিয়া মসজিদের ইমাম শেখ জামালুদ্দিন ওসমান বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বছরের রমজান আমাদের জন্য বেশ কঠিন ছিল। তবে আমরা এতেই খুশি যে আমরা মাসটি শেষ করতে পেরেছি। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আমাদের জীবন আরো বেশি বরকতময় হয়।”
মালির পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় দেশবাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
জাম্বিয়ার রাষ্ট্রপতি হাকাইন্দে হিচিলেমা টুইট বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই আনন্দময় উপলক্ষ আপনার ও আপনার প্রিয়জনদের জীবনে সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও পরিপূর্ণতা বয়ে আনুক।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি