বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সুইডেনের সাথে স্বাক্ষরিত সকল চুক্তি বাতিলের দাবি জর্দানের এমপিদের

সুইডেনে বারবার মুসলমানদের পবিত্র গ্রণ্থ আল-কুরআন অবমাননার ঘটনায় জর্দানের পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিক আদালতে সুইডেনের বিচারের দাবি জানিয়েছে। সেইসাথে সুইডেনের সাথে স্বাক্ষরিত সকল চুক্তি স্থগিত রাখারও দাবি জানায় এমপিরা।

শুক্রবার (২১ জুলাই) বার্তা সংস্থা ইসনা আরো জানিয়েছে, কোরআন অবমাননার পর জর্দানের সংসদের ৬৪ জন সদস্য একটি সংসদীয় স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন এবং তাদের দেশের সরকারকে সুইডেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার এবং নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন।

জর্ডানের সংসদ সদস্যদের স্মারক লিপিতে বলা হয়েছে, জাতিসঙ্ঘ সনদ অনুযায়ী পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন।

স্মারক লিপিতে আরো বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সুইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাচ্ছে এবং ইসলাম ধর্ম ও ঐশি আইনের অবমাননা বন্ধ করার ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইডিশ পণ্য বয়কট করার দাবি জানানো হয়েছে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img