বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আবারো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইরান ও জর্দান; উদ্বিগ্ন ইসরাইল

ইরান ও জর্দানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনরস্থাপন নিয়ে ইসরাইল উদ্বিগ্ন রয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক সংবাদ মাধ্যম “মা’আরিভ।”

পত্রিকাটি আরও উল্লেখ করেছে ইরান ও বেশ কয়েকটি আরব দেশের মধ্যে চলমান সম্প্রীতি হতাশ করেছে দখলদার ইসরায়েল সরকারকে।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মধ্যে একটি ফোনকল অনুষ্ঠিত হয়েছে। যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক বসতে সম্মত হয়েছেন।

এ ফোনকলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান দুই দেশের মধ্যকার নিরাপত্তা এবং সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।

ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘মাআরিভ’ কিছু মার্কিন বিশেষজ্ঞ ও কূটনীতিকদের উদ্ধৃত দিয়ে বলেছে, “সৌদি আরবের নির্দেশনায় ইরান ও জর্দানের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত প্রদান করে।”

মার্কিন বিশ্লেষকরা দাবি করেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার চুক্তি ইতিমধ্যে জর্দানকে প্রভাবিত করতে শুরু করেছে।

উল্লেখ্য, গত মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। উভয় দেশের পক্ষ হতে আগামী দুই মাসের মধ্যে তাদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা প্রদান করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img