মঙ্গলবার, মে ২০, ২০২৫

চট্টগ্রামের পটিয়া হরিণখাইন তালীমুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল শুক্রবার

spot_imgspot_img

মাহবুবুল মান্নান

চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসার মাদরাসার বার্ষিক সভা আগামী শুক্রবার (২৯ জানুয়ারি)বাদ ফজর থেকে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বার্ষিক সভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ইনসাফকে নিশ্চিত করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা আবু ইউসুফ।

জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মুফতী হাফেজ আহমদ উল্লাহ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন জামেয়া দারুল হেদায়ার মুহতামিম মাওলানা মুফতী আজিজুল হক আল মাদানী,জামেয়া আরাবিয়া জিরির মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়্যব,জামেয়া বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম,পটিয়া খরণা ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ,খলীফায়ে বোয়ালভী মুবাল্লিগে ইসলাম মাওলানা সিরাজুল হক ও পটিয়ার আশিয়া এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুন্নবী প্রমুখ।

মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ আইয়ুব ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img