রবিবার, মার্চ ৩০, ২০২৫

মঙ্গল শোভাযাত্রায় থাকবে না শহীদ আবু সাঈদের ভাস্কর্য

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কোন ভাস্কর্য।

বুধবার (২৬মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেন।

আজাহারুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার প্রাথমিক পরিকল্পনা ছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার চিন্তা ছিল। কিন্তু আবু সাঈদের পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। যেহেতু পরিবার চাচ্ছে না, তাই আমরা র‍্যালিতে এটি রাখব না।

তিনি বলেন বলেন, র‍্যালিতে কী কী থাকবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা হয়েছে। সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।

এর আগে গত সোমবার অধ্যাপক আজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরও থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য ও অনেক মুখোশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img