শুক্রবার, মে ৯, ২০২৫

মাওলানা আতহার আলী রহ. এর জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

spot_imgspot_img

উপমহাদেশের বিখ্যাত আলেম মাওলানা আতহার আলী রহ. এর জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন ও তার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মাকতাবাতুল আযহার থেকে প্রকাশিত এই জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশের শীর্ষস্তরের লেখক, স্কলার ও উলামায়ে কেরাম।

মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় মাওলানা শাব্বির আহমাদের (মুহতামিম, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ) সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মুজাহিদে মিল্লাতের কর্ম, জীবন ও অবদান সম্পর্কে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফয়জুদ্দীন, মাওলানা নাজির আহমদ, মাওলানা আবদুস সাত্তার বায়েজিতপুরী, মাওলানা যুবাইর আহমদ, মাওলানা মুহাম্মাদ বিন হাফেজ্জি, শাও শওকত সরকার, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা ওবায়দুল্লাহ আযহারী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আতীক উল্লাহ,মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা আ. রহীম, মাওলানা জাকারিয়া আমিনি, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা জুবাইর আহমদ আশ্রাফ, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মুফতী এনায়েত উল্লাহ, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা হুমায়ুন আইয়ুব, মাওলানা জহিরুদ্দীন বাবর, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল মাজেদ আতহারী, প্রমূখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img