শুক্রবার, মে ১৬, ২০২৫

বিচার হলে আ’লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না : মাওলানা মামুনুল হক

spot_imgspot_img

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপ ও গণহত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হলে দলটি চালানোর মতো কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে দলের সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। অতীতের ৫টি গণহত্যা ও হাজার হাজার গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ দলটির সকল নেতার বিচার করতে হবে। বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগ নেতা অবশিষ্ট থাকে, তখন তারা রাজনীতি করতে পারবে। তবে আমার দৃঢ় বিশ্বাস, বিচার হলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না।

শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, ১৯৭২ সালে শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করে বাংলাদেশের ৭ কোটি মানুষের ইচ্ছা ও অধিকার জলাঞ্জলি দিয়েছিলেন। তিনি ইন্দিরা গান্ধীর দেওয়া ধর্মীয় মতবাদ আমদানি করেন, যার ফলে বাংলাদেশ ভারতের শৃঙ্খলে বন্দী হয়ে পড়ে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে ভারতের আধিপত্য আর কখনো প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img