শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিজ বাসভবনে পাঠালো সামরিক বাহিনী

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সুদানের রাজধানী খার্তুমে চলমান অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের ২য় দিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি বলেন, গৃহযুদ্ধ এড়াতেই আমরা সরকার ভেঙ্গে দিয়েছি। কারণ, বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলগুলো জনগণকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। যা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেত।

কয়েক ঘণ্টার মধ্যে সমগ্র সুদানজুড়ে আবারো ইন্টারনেট ও মোবাইল পরিষেবা চালু করা হবে বলেও জানান তিনি।

এদিকে সুদানের ক্ষমতা দখল করে নেয়ায় দেশটির সামরিক বাহিনীর প্রতি ‘কঠোর নিন্দা’ জানিয়েছে আমেরিকা। বেসামরিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেয়ার এবং আটক প্রধানমন্ত্রীকে মুক্তিদানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img